টোকিও অলিম্পিক শুরু হবে ২০২১ সালের জুলাইয়ে
জাপানের রাজধানী টোকিওতে চলতি বছরে যে অলিম্পিক গেমস অনুষ্ঠানের কথা ছিল তা এখন ২০২১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি করোনাভাইরাসের মহামারির কারণে অ্যাথলেট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্য লোকজনের স্বাস্থ্যের কথা বিবেচনা করে টোকিও অলিম্পিক গেমস স্থগিত ঘোষণা করে।
টোকিও ২০২০ অলিম্পিক গেমসের আয়োজক কমিটি জানিয়েছে, স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে এবং ৮ আগস্ট পর্যন্ত চলবে।
এদিকে, প্যারা অলিম্পিক গেমস ২০২১ সালের ২৪ আগস্ট থেকে শুরু হবে এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। যদিও অলিম্পিক গেমস স্থগিত হয়ে গেছে এবং ২০২১ সালে তা অনুষ্ঠিত হবে তবে এ গেমসের নাম ‘টোকিও অলিম্পিক ২০২০’-ই থাকবে।
১২৪ বছর আগে আধুনিক অলিম্পিক গেমসের যাত্রা শুরু হয়েছিল। এরমধ্যে এই প্রথমবার অলিম্পিক গেমস স্থগিত হলো। অলিম্পিক গেমস আয়োজনের জন্য জাপান এরইমধ্যে ১৩শ কোটি ডলার বিনিয়োগ করেছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব আসরটি স্থগিত হয়ে যাওয়ায় জাপান বড় রকমের ক্ষতির মুখে পড়েছে।