চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু
আইসোলেশনে থাকা আর ও একজনের মৃত্যু হয়েছে নগরীর জেনারেল হাসপাতালে।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে এ যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।
তিনি বলেন, ‘গতকাল রাতে জ্বর, কাশি ও শাসকষ্টজনিত রোগ নিয়ে এক যুবক জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এই যুবকের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।’
এর আগে এ যুবককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
গত মঙ্গলবার (৩১ মার্চ) ফৌজদারহাটে বিআইটিআইডি’তে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়। তবে ওই নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।