সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া সব বন্ধ থাকবে

0 157


পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আজ সোমবার (৬ এপ্রিল) থেকে ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা যাবে। পাড়ামহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। শুধুমাত্র ওষুধের দোকান চালু থাকবে।

জানা গেছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ইতোমধ্যে এই নির্দেশনা সম্পর্কে সুপারশপগুলোকে জানিয়ে দিয়েছেন। সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.