আবারও করোনাভাইরাসের কারণে ছুটি বাড়ছে ২৫ এপ্রিল পর্যন্ত

0 199

আজ শুক্রবার দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন আবারও করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ  বাড়ানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ ছুটির মেয়াদ বেড়ে ২৫ এপ্রিল হবে।অবশ্য এখনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জানি করা হয়নি কিন্তু ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.