হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফী হাসপাতালে ভর্তি

0 430


আজ শনিবার বিকালে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ।
হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আল্লামা শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চট্টগ্রাম মেডেকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.