ব্রিটেনে দীর্ঘ হচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের লাশের সারি, মৃত্যু আরও ৯১৭

0 459


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে দীর্ঘ হচ্ছে লাশের সারি। শনিবার বেলা ৪ ঘটিকা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও নতুন মৃত্যু্বরণ করা ৯১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭৫ জনে। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৯৮০ জন। এই পরিসংখ্যান গুলো কেবলমাত্র হাসপাতালে মৃত্যুর হিসাব।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৪ জন। গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, আজ আরও ৮২৩ জন ইংল্যান্ডের হাসপাতালে মারা গিয়েছেন। ইংল্যান্ডের মোট মৃত্যু ৮ হাজার ৯৩৭ জনে পৌঁছেছে।
শনিবার মৃতদের বয়স ১১ থেকে ১০২ বছরের মধ্যে ছিল এবং ৩৩ জনের পূর্ব কোনো রোগ ছিল না। ইংল্যান্ডের মধ্যে শুধু লন্ডনে মৃত্যুবরণ করেছেন ২০৮ জন, নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে ১৯৭ জন এবং মিডল্যান্ডে ১৬৫জন।
এদিকে, স্কটল্যান্ডে গত ২৪ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসে ৪৭ জন মারা গেছে। এ নিয়ে স্কটল্যান্ডে মোট মৃত্যুর সংখ্যা ৫৪২ জন। এছাড়াও উত্তর আয়ারল্যান্ডে আরও ১৫ জন করোনাভাইরাসজনিত মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০৭ জন। তবে ওয়েলসে মৃত্যুর পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি ।

Leave A Reply

Your email address will not be published.