গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৯ ও আক্রান্ত ৪৩৪ জন – ২১ এপ্রিল, ২০২০

0 186


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। আর দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৩৮২ জন।

আজ মঙ্গলবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮ জনের। যা আগের দিনের তুলনা ৩ দশমিক ৭ শতাংশ বেশি। এর মধ্যে পরীক্ষা করেছি ২ হাজার ৯৭৪টি নমুনা। যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। আর এ পর্যন্ত মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। এর মধ্যে ৩ জনের বয়স ৬০ বছরের ওপরে, ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অপর ৩ জনের বয়স।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবার আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন এ ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের।

Leave A Reply

Your email address will not be published.