রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিকিৎসক নার্সসহ ৩২ জন

0 144


রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই সহকারী রেজিস্টার চিকিৎসক ও দুই নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে ওই চারজনসহ দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার একজন করে মোট ছয়জন শনাক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।

পরিচালক জানান, বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের দুই সহকারী রেজিস্টার চিকিৎসক এবং দুইজন সিনিয়র স্টাফ নার্স আক্রান্ত হয়েছেন।

এর আগে গত ২৩ এপ্রিল ওই হাসপাতালের দুই নার্স এবং ২৭ এপ্রিল দুই চিকিৎসক করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক ও চারজন নার্সসহ মোট ৩২ জন আক্রান্ত হলেন।

পরিচালক আরও জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার কারণে চার চিকিৎসক ও চার নার্স আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.