দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ৫৫২

0 142


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে। এদিকে আরও ৩ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭৭ জন সুস্থ হলেন।
আজ শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি ল্যাবে এখন করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে জানিয়ে ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।
তিনি জানান, মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা। গত এক দিনে আইসোলেশনে আনা হয়েছে ১৬৮ জনকে, এখন আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৩২ জন
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.