করোনায় আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক
করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ নিয়ে জেলায় ৭৫ জনের কভিড-১৯ এর সংক্রমন নিশ্চিত হয়েছে। যাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, চিকিৎসকসহ মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা রয়েছেন ২৬ জন।
আজ সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।
তিনি বলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের করোনা রিপোর্ট ঢাকা থেকে পজিটিভ আসছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।
তিনি আরও বলেন, অধিকতর নিশ্চিতের জন্য সোমবার রাতেই তার আরেকটি নমুনা পাঠানো হয়েছে।
এদিকে সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ করোনা আক্রান্তের রোগী পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে জেলাকে লকডাউন ঘোষণা না করায় স্থানীদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।