কিশোরগঞ্জে যুবলীগ নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা

0 175


কিশোরগঞ্জের বাজিতপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্থানীয় এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারে এই হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত যুবলীগ নেতার নাম মঈন উদ্দিন। তিনি পিরিজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। বর্তমানের তিনি বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও হামলার সঙ্গে জড়িত ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি পুলিশ। ফলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত যুবলীগ নেতার পরিবারের সদস্যরা জানায়, পিরিজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নালকে প্রকাশ্যে মাদক বিক্রি এবং সেবনে বাধা দেয় মঈন উদ্দিন। ফলে ক্ষিপ্ত হয়ে গেল বুধবার সন্ধ্যায় পিরিজপুর বাজারে মঈন উদ্দিনকে একা পেয়ে মাদক ব্যবসায়ী জয়নালের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে পিঠিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা যুবলীগ নেতা মঈন উদ্দিন উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেন আহত মঈন উদ্দিন। ফলে মাদক ব্যবসায়ীদের ভয়ে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন বলে জানান তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল মুঠোফোনে জানান, বিষয়টি শুনেছি। প্রকাশ্যে মাদক বিক্রি এবং সেবনে বাধা দেয়ায় মঈন উদ্দিন হামলার শিকার হয়েছে। তাছাড়া এ হামলার ঘটনায় যেহেতু থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তাই, আশা করছি অপধারীদের বিরুদ্ধে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারী প্রথমে জানান, বিষয়টি তার জানা নেই। পরে জানান, শুনেছি লিখিত অভিযোগ দিয়েছেন তারা। তাছাড়া বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.