ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ চুয়াডাঙ্গায় ৩৫ জন করোনায় আক্রান্ত

0 162


গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক চিকিৎসক ও ৯ স্বাস্থ্যকর্মীসহ ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন ও মারা গেছেন একজন।

শনিবার (১৬ মে) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৮১টি নমুনা রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩৫ জনের করোনা পজিটিভ।

তিনি আরও বলেন, নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক এবং ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তার ধারণা চুয়াডাঙ্গায় করোনার ‘কমিউনিটি ট্রান্সমিশন’ হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা ৭৮ জন। যার মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। এছাড়াও ১৬ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও ৫৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.