সিআরবি’তে যুবক যুবতির ভিড়, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি

0 433


চট্টগ্রামের সিআরবি’তে যুবক যুবতির ভিড়, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ বিধি
দেশী 24 ডেস্ক: নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় দুই মাস কঠোর লক ডাউন শেষে বিভিন্ন শর্ত সাপেক্ষ দেশের অধিকাংশ দর্শনীয় স্থান বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেয়া হলে চট্টগ্রামের সিআরবি এলাকায় যুবক যুবতি ও মানুষের ভিড় প্রচণ্ড। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে নতুন করে করোনার সংক্রমণের ঝুঁকি বেড়েই যাচ্ছে। 

১২ জুন শুক্রবার বেলা ৪.৩০ ঘটিকায় সরেজমিনে গেলে দেখা যায়, একে অপরের সাথে গা ঘেঁষে বসে আছে। এছাড়া এনেকেই বান্ধব/গার্লফ্রেন্ড নিয়ে এসে অনায়াসে বেড়াচ্ছে, অনেকের নেই কোন মাস্ক ও হ্যান্ড গ্লাভস। কেউ মাস্ক পরলেও তা নাক ও মুখের বাইরে থুতনিতেই ঝুলিয়ে রাখছেন।

এই করোনা মুহূর্তে এবং সামাজিক দুরত্ব বজায় না মেনে কেন আসছেন জিজ্ঞাসা করা হলে তারা কোন সদোত্তর দিতে পারেনি।  একাধিক দর্শনার্থীর সাথে কথা বল্লে তারা উল্টো করোনা নিয়ে ঠাট্টা করে ও দেশী 24 সংবাদ কর্মীর সাথে বাড়াবাড়ি করে।

অত্র এলাকায় একাধিক সচেতন ব্যক্তির সাথে কথা হয়, তারা বলেন, কিছুক্ষণের জন্য সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিকেল নাগাদ এখানে হাটতে আসি, কিন্তু কিছু যুবক যুবতির অসামাজিক আনাগোনা দেখে আমরা আর বেশিক্ষণ অবস্থান করতে পারিনা, এবং এই অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণ দিন দিন বাড়তেই থাকবে, এবং তারা এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.