চট্টগ্রাম জেলা শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

0 231

বাংলাদেশ বার কাউন্সিল অনুষ্ঠিতব্য ২০১৭ এবং ২০২০ সালের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় তীব্র প্রতিযোগিতামূলকভাবে এমসিকিউ উত্তীর্ণ প্রায় ১২,৫০০ শিক্ষানবীশ আইনজীবী সনদ প্রদানের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে এমসিকিউ উত্তীর্ন চট্টগ্রামের শিক্ষানবীশ আইনজীবীরাও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

শিক্ষানবীশ আইনজীবীগণ জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের দেশের সংকটকালীন মূহুর্তে সরাসরি আইনজীবী তালিকাভুক্তির কথা স্মরণ করে বর্তমান করোনাকালীন সময়টি ও তখনকার সময়ের চেয়ে কোন অংশে কম নয়।
দেশের চলমান এই সংকটময় মুহুর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এবং সহসায় সম্ভব কিনা তা অনিশ্চিত। ইতোমধ্যে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রতিবছর পরীক্ষা না নেয়ার কারনে এই সকল শিক্ষানবীশ আইনজীবীদের ৩ থেকে ৫ বছর অপেক্ষার প্রহর গুনতে হয়েছে এবং বেকারত্বের অভিশাপে ধুকছে।
এই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য সরাসরি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করতে তারা প্রধানমন্ত্রীর মানবিক বিবেচনা ও আশু হস্তক্ষেপ কামনা করেন।
চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম আকিবের সভাপতিত্বে তাদের প্রোগ্রামে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

Leave A Reply

Your email address will not be published.