দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৯ ও আক্রান্ত ৩০৯৯

0 172


দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছেন ২ হাজার ৩৯১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৬ জন করোনাভাইরাসে মারা গেছেন। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৮০ জনের। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১৮২ জন। তবে সুস্থ হয়েছে ৭৫ লাখ ৭৫ হাজার ৫২৩ জন।
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৭২ হাজার ১৫১ জনের। আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন।
বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। উত্তর আমেরিকার দেশটিতে এসময় মারা গেছে ৫৩৯ জন। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৩৪ হাজার ৭৩০ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৫০০ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ২৯ হাজার বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৮৭ জনের। আর আক্রান্ত হয়েছে ৮ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 ১৩ জুলাই (সোমবার) এর আপডেট

 গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ৩০৯৯ ১৮৬৮৯৪
মৃত্যৃ ৩৯ ২৩৯১
সুস্থ ৪৭০৩ ৯৮৩১৭
পরীক্ষা ১২৪২৩
Leave A Reply

Your email address will not be published.