মিতালি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্পেইজ জোন মাল্টিমিডিয়া

0 229


দেশী ২৪ ডেস্ক.
মিতালি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্পেইজ জোন মাল্টিমিডিয়া।

চট্টগ্রামের বাঁশখালীস্থ সামাজিক সেচ্ছাসেবী ও ক্রীড়াসংগঠন পূর্ব রায়ছটা মিতালী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে স্পেইজ জোন মাল্টিমিডিয়া ফুটবল টিম।

৪ জুলাই শনিবার বিকাল ৫ ঘটিকায় রাতাকোর্দ ফুটবল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ট্রাইবেকারে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক দল স্পেইজ জোন মাল্টিমিডিয়া ফুটবল টিম। খেলায় রানার্সআপ হয়েছেন সহপাঠী জুনিয়র ক্লাব ফুটবল টিম, ফাইনালে ম্যাচে ম্যান অব-দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তানজীরুল আলম মানিক, সেরা গোলদাতা হিসেবে ম্যান অব-দ্যা টুর্নামেন্ট মনোনীত হয়েছেন সোহরাব সোহেল, খেলা শেষে চৌধুরী ঘাট বাজারে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রপি তুলে দেন ক্লাবের উপদেষ্টারা।

Leave A Reply

Your email address will not be published.