সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

0 150


টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ উপার্জনের দায়ে মামলা দায়ের করেছে দুদক।
আজ রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, আসামিরা অসৎ উদ্দেশে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতা অব্যবহার করে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।
এছাড়া তিন কোটি পঁচানব্বই লাখ পাঁচ হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকার সম্পদ আসামিরা জ্ঞাতসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সম্পৃক্ত অপরাধ ঘুষ ও দুর্নীতি এর মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক উক্ত সম্পদ স্থানান্তর, হতান্তর, রূপান্তর ও ভোগ দখল রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০১৪ এর ২৬(২) ও ২৭(১), মানিলন্ডরিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) , ১৯৮৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.