পিংগলা ফুটন্ত ফুল সংঘের আলোচনা সভা অনুষ্টিত।

0 419


পটিয়া উপজেলাধীন ৮নং কাশিয়াইশ ইউনিয়নের পিংগলা ফুটন্ত ফুল সংঘের ২০২০-২০২২ইং কার্যকরী কমিটির সাথে উপদেষ্টা কমিটির আলোচনা সভা সম্প্রতি পূর্ব পিংগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংগঠনের সভাপতি ফরহাদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় বিশেষ অথিতি হিসেবে আলোচনা সভায় অংশগ্রহন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজসেবক সামশুল আনোয়ার খান, উপদেষ্টা মো: ইলিয়াছ খান, নুরুল ইসলাম সও, ফজলুল হক, আবদুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক লিয়াকত আলী খানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সি.সহ.সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাদের, অর্থ সম্পাদক ইয়াছিন খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোসলেম উদ্দিন সায়েম, তথ্য ও প্রচার সম্পাদক জয়নাল আবেদিন আসিফ, উন্নয়ন সম্পাদক জুলফিকার আলী টিংকু, সমাজ কল্যান সম্পাদক সাজ্জাদ খান,ধর্মীয় সম্পাদক মৌলানা এসকান্দর, বনায়ন সম্পাদক মোহাম্মদ নুর, সিনিয়র সদস্য বোরহান উদ্দিন শাকিল, সদস্য ওসমান, আলী আব্বাছ, শওকত আলী খান লিটন, ছৈয়দ নুর, ইরফান খান, মোতালেব, আকিব, আকাশ, হৃদয় প্রমুখ। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ফুটন্ত ফুল সংঘের স্হায়ী প্রধান কার্য্যালয় নির্মান ও সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার সিদ্বান্ত গৃহীত হয়।

Leave A Reply

Your email address will not be published.