তথ্য গোপন করে দুই ভোটার আইডি, সাবরিনার বিরুদ্ধে মামলা

0 225


দ্বৈত ভোটার হয়ে একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৩১ আগস্ট) বিয়ষটি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

গুলশানা থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে সাবরিনার বিরুদ্ধে এই মামলা করেন। মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হওয়া এবং একাধিক জাতীয় পরিচয়পত্র থাকা আইন অনুযায়ী অপরাধ হওয়ায় সাবরিনার দুটি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে মামলায়।

২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলা করা হয়েছে। ১৪ ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। আর ১৫ ধারায় একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগ প্রমাণ হলেও একই শাস্তি হতে পারে।

জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় সাবরিনা এখন কারাগারে আছেন।

Leave A Reply

Your email address will not be published.