ইরানের মাটিতে অজ্ঞাত ভয়ংকর ড্রোন ভূপাতিত

0 162


নানান কারণে ইরানের সঙ্গে আমেরিকার মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই মাঝে মধ্যেই একে অপরকে হুশিয়ারি ও নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে চলেছেন।

এমন সময়ে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা পার্সাবাদমাগানে একটি ড্রোন ভূপাতিত হয়েছে।ভূপাতিত ড্রোনটির মালিক কে এবং কীভাবে সেটি ভূপাতিত হয়েছে তা স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্ত চলছে। এসব কথা জানান আর্দেবিল প্রদেশের উপ-গভর্নর বেহরুজ নেদায়ি।তার ভাষ্য,  গ্রামের কৃষিক্ষেত্রে পড়েছে ড্রোনটি। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের আর্দেবিল প্রদেশের পার্সাবাদমাগান জেলাটি প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। সম্প্রতি দুই দেশ মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়। এতে অনেক মানুষের প্রাণ গেছে।

জানা যায়, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও তাদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.