সিরাজগঞ্জে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

0 390


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি ১০ কেজি চালের বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির সময় আল মাহমুদ নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার হাটখোলা মেসার্স মেহেদী ট্রেডার্স থেকে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আল মাহমুদ মেহেদী ট্রেডার্সের স্বত্বাধিকারী।

কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা বলেন, সরকারি ১০ টাকা কেজি দরের চাল অন্যের কাছ থেকে কিনে বিক্রির জন্য গুদামে মজুদ করে রাখেন আল মাহমুদ। এরপর খাদ্য অধিদপ্তরের নাম লেখা বস্তা পরিবর্তন করে চালগুলো অন্য বস্তায় তুলে তা কালোবাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩৫ বস্তা চাল উদ্ধার ও ব্যবসায়ী আল মাহমুদকে আটক করা হয়। এ ঘটনায় কামারখন্দ খানায় মামলা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.