করোনায় আক্রান্ত আ জ ম নাছির উদ্দীন- সকলের নিকট দোয়া প্রার্থী

0 472

চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির।

সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার শরীরের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত পাওয়া গেছে। এর পর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় করোনা পজেটিভ আসে সাবেক সিটি মেয়রের।

আর করোনা আক্রান্ত বিষয়টি নিশ্চিত করে আ জ ম নাছির বলেন, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে গেলে বৃষ্টিতে ভিজতে হয়। এর পর থেকে হঠাৎ করেই শরীরে জ্বর আসে। এক সপ্তাহ বাসায় অবস্থান করার পর জ্বর না কমায় হাসপাতালে ভর্তি হন। আর করোনা পরীক্ষা করা হলে সেক্ষেত্রে পরীক্ষার ফল আসে পজেটিভ। নগরবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া করার ও আহ্বান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.