সবার কথা চিন্তা করে দর্শক এলাউ করব না- জালাল ইউনুছ

0 423


ডেস্ক নিউজ: করোনা ভাইরাসে কারণে দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরেছে ক্রিকেট। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে গড়িয়েছে।

তবে স্টেডিয়াম ছিল দর্শকশূন্য। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও স্টেডিয়াম থাকবে দর্শকশূন্য। মাঠে কোনো ধরনের জনসমাগমের পক্ষে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের গ্যালারিতে বসে আট হাজার দর্শক খেলা দেখেছে। কিন্তু বিসিবি সেই পথ অনুসরন করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিসিবির এই পরিচালক।

দর্শকদের উপস্থিতির প্রশ্ন করতেই উল্টো প্রশ্ন করে জালাল ইউনুস বলেন, আপনাদের কি মনে হয়? এটা কি কোভিড পরিস্থিতে ভালো হল? জানি এটা আবেগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে সেখানে দর্শক এসেছে। কিন্তু আমরা দর্শক ও বাকি সবার কথা চিন্তা করে দর্শক এলাউ করব না। এটাই আমাদের প্ল্যান এবং দর্শকশূন্য মাঠ থাকবে। ’

আগামী ২৪ নভেম্বে থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। শেষ হবে ১৮ ডিসেম্বের।

Leave A Reply

Your email address will not be published.