হাসিনা মহিউদ্দীন এর সৈনিক আয়শা আক্তার পান্না…
স্টাফ রিপোর্টার মোঃ রুবেল: চট্টগ্রামের খুলশী থানাস্থ ১৩নং পাহাড়তলী ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের তত্বাবধানে হাসিনা মহিউদ্দীন এর নেতৃত্বে, ১৩নং ওয়ার্ড আওয়ামিলীগ এর মহিলা সম্পাদিকা, মহিলা আওয়ামিলীগের আহ্বায়ক এবং মহানগর মহিলা আওয়ামিলীগের সদস্য আয়শা আক্তার পান্নার সভাপতিত্বে ঝাউতলা বিডাব্লিউ ৩ বাংলোর সাধারন মহিলা কর্মীদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তৃনমূলের নারীদের নানামূখী সমস্যা নিয়ে এক পর্যালোচনা করা হয়। বর্তমানে পুরুষ শাসিত সমাজে নারীদের যৌন হয়রানি, শারিরীক নির্যাতন, দারিদ্রতা, শিক্ষা ও আইনি সহায়তা সহ অবহেলায় দিন যাপন করার মতো নানা বিষয় এই মতবিনিময় সভায় উঠে আসে।
সভায় সভাপতির বক্তব্যে পান্না বলেন, আমরা হাসিনা মহিউদ্দীনের সৈনিক, সমাজে অবহেলিত সকল নারীদের সমস্যা সমাধানে আমরা বধ্য পরিকর। হাসিনা মহিউদ্দীনের হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করতে তৃনমূলের নারীদের ক্ষমতায়ন ও সাবলম্বী হওয়ার পরামর্শ প্রদান করা হয়।
এই সময় ১৩নং ওয়ার্ডের তৃনমূলের সর্বস্থরের নারীগন ব্যাপকভাবে অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী নেত্রী জোহরা বেগম তারু, রুবি আক্তার, সেলিনা বেগম, রীনা বাণী, রোকেয়া বেগম, আকলিমা, লিপি, আমিরন, বিবি ফাতেমা, সালেহা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।