বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দফতরে থাবা বসিয়েছে মহামারি করোনাভাইরাস

0 257

আন্তর্জাতিক সংবাদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদর দফতরে থাবা বসিয়েছে মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ইউরোপের দেশে করোনার দ্বিতীয় দেউয়ের প্রভাব সদর দফতরেও পড়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক বিশেষায়িত এই সংস্থাটির সদর দফতরে একটি করোনার ক্লাস্টারও চিহ্নিত করা গেছে।

অবশ্য যে ৬৫ জন আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেকই বাসা থেকে কাজ করা কর্মকর্তা ও কর্মচারী। বাকি ৩২ জন সদর দফতরের মধ্যে কাজ করছিলেন এত দিন। যারা আক্রান্ত হয়েছেন তারা বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪ হাজার ৫৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৩০৫ জনের। আর বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা ১৩ লাখ ৩২ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৪০৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২৩৭ জনে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ডেস্ক নিউজ..

Leave A Reply

Your email address will not be published.