১৪ দিনের জন্য নিজেকে ঘরবন্দি করেছেন সালমান খান

0 253

বিনোদন সংবাদ: করোনা এবার আঘাত হেনেছে সালমান খানের বাড়িতে। আক্রান্ত করেছে সালমান খানের ড্রাইভার ও দুই কর্মচারীকে। ফলে বেশ সচেতন অবস্থায় আছেন বলিউড ভাইজান। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

করোনায় আক্রান্ত ড্রাইভার এবং দুই কর্মচারীকে সালমান নিজেই মুম্বাইয়ে এক ক্লিনিকে ভর্তি করিয়েছেন। তারপরই ১৪ দিনের জন্য নিজেকে ঘরবন্দি করেছেন সালমান খান। পুরো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন সাল্লু ভাই।

এদিকে, লকডাউনের পুরো সময়টা নিজের ফার্ম হাউসে কাটিয়েছিলেন সালমান খান। সেখানে জ্যাকলিনও ছিলেন তার সঙ্গে। লকডাউন কিছুটা শিথিল হলে বাড়িতে ফেরেন সাল্লু ভাই।

অন্যদিকে, সালমান খান আইসোলেশনে থাকায় কিছুটা চিন্তায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কারণ তার নতুন সিনেমায় অভিনয় করার কথা ছিল সালমান খানের। ঘরবন্দি থাকায় কিছুটা পরিবর্তন আনা হতে পারে ‘পাঠান’ সিনেমার শুটিং পরিকল্পনায়।

ডেস্ক নিউজ.

Leave A Reply

Your email address will not be published.