১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্থানীয় সংবাদ: কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ এর নামে ঢাকায় গাড়ি পোড়ানোর মামলা দায়েরের প্রতিবাদে আজ মঙ্গলবার (১৯শে নভেম্বর) নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের নামে ঢাকায় গাড়ি পোড়ানোর দায়ের করা মামলাগুলো হাওয়াই, গায়েবি! ঢাকার গাড়িতে আগুন দেওয়ার ঘটনার জন্য সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী।
সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা। আইনের শাসন নেই বললেই চলে। দেশে এখন যাই ঘটুক দোষ বিএনপির। এটি একটি পরিকল্পিত ঘটনা বিএনপির নেতাকর্মীদের কোণঠাসা করার জন্য। দ্রুত এসব মামলা প্রত্যাহার করে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলঙ্গীরের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের যু্গ্ম-সম্পাদক আব্দুল হামিদ পিন্টু,খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন,নগর যুবদলের সহ-সাধারন সম্পাদক শাহ জালাল পলাশ,থানা যুবদলের যুগ্ম-আহবায়ক ইউনুস মুন্না,মোহাম্মদ মিল্টন,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ জাবেদ,মোঃ ইমরান,জামিন হোসেন,মোঃ কামাল হোসেন,ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ জসিম,মোঃ বাবু,মোঃ শাহিন,মোঃ পারভেজ,মোঃ আমিন,আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল সাত্তার, শাহানুর আলম, মোঃ মানিক, আব্দুর রহমান,কাওসার বাবু,মামুন পাটোয়ারী নিরব, মোঃ আশিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মাস্টার আরিফ, সাদ্দাম হোসেন সাইফ সহ নেতৃবৃন্দ।