ব্লাক ডায়মন্ড খ্যাত কোকিলকন্ঠী জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন হাসপাতালে
বিনোদন সংবাদ: ব্লাক ডায়মন্ড খ্যাত কোকিলকন্ঠী জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন কিডনিজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে নিউজার্সীর জার্সি সিটি মেডিকেল সেন্টারে নেফ্রোলজি ডিপার্টমেন্টে ভর্তি হন বেবী নাজনীন।
তার ছোট বোন এবং একই হাসপাতালে কর্মরত লিনি সাবরিন জানান, বেবী নাজনীন হাসপাতালে ভর্তির পর চিকিৎসা চলছে।
নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় ছেলেকে নিয়ে থাকেন বেবী নাজনী। বুধবার পুরোনো কিডনি সমস্যা দেখা দিলে ছোটবোন লিনি সাবরিনের তত্বাবধানে জার্সি সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হন।
লিনি জানান, আগে থেকে তাঁর কিডনিজনিত সমস্যা ছিল। দুবছর আগে কিডনির পাথরও অপসারন করা হয়েছিলো। বুধবার তাঁর জ্বরসহ অন্য বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে। দেশবাসী সহ সকল শুভাকাঙ্খিদের নিকট দোয়া কামনা করেছেন বেবী নাজনীন এর পরিবার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন ১৯৭৬ সালে তাঁর মিউজিক ক্যারিয়ার শুরু করেন। তাঁর জনপ্রিয় গানের তালিকায় আছে ‘ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরো রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচলসহ শত শত গান।
ডেস্ক নিউজ..