আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করেছি, তাই বলে আমরা আওয়ামী লীগ হয়ে যাইনি- জি এম কাদের

0 202

রাজনীতি সংবাদ: জাতীয় পার্টির (জাপা) স্বতন্ত্র রাজনীতি রয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, জনগণ যদি মনে করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক, সেটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কারও জন্যই সুখকর নয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভায় জি এম কাদের এই মন্তব্য করেন।

জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করেছি, নির্বাচন করেছি। আমাদের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা রয়েছে, তাই বলে আমরা আওয়ামী লীগ হয়ে যাইনি। জাপার চেয়ারম্যান বলেন, দেশে এখন রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। বড় তিনটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলের কার্যক্রম দৃশ্যমান নয়, এটি ভালো লক্ষণ নয়। রাজনৈতিক দল যত বেশি সক্রিয় থাকবে, জবাবদিহি তত নিশ্চিত হয়। জবাবদিহি না থাকায় আইন করেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। এর কারণ, দেশে সুশাসনের অভাব।

জি এম কাদের এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিরোধিতা করেন। তিনি বলেন, যেখানে সব ব্যবসাপ্রতিষ্ঠান, হাটবাজার খোলা, সেখানে শিক্ষাঙ্গন বন্ধ রাখার কোনো যুক্তি দেখি না। করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে, এ জন্য সরকার কী প্রস্তুতি গ্রহণ করেছে জানি না। বেশির ভাগ হাসপাতালে আইসিইউ নেই। সাধারণ মানুষের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার ক্ষমতা নেই। যে কারণে জেলা শহরগুলোতে করোনার কারণে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সরকারের সমালোচনা করে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, দেশে ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি অব্যাহত আছে। দুর্নীতি ও দুঃশাসনে ছেয়ে গেছে দেশ। মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাক‌স্বাধীনতা নেই। জনগণ আজ কথা বলতেও ভয় পায়। সে ভয় ভাঙতে হবে। ভয় ভাঙতে হলে এরশাদের শাসনামলে ফিরে যেতে হবে।

ডেস্ক নিউজ…

Leave A Reply

Your email address will not be published.