চট্টগ্রামে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ- গ্রেফতার ১জন

0 206

স্থানীয় সংবাদ: কালুরঘাটে ট্রলার থেকে প্রায় দেড় লাখ ইয়াবাসহ যুবক গ্রেফতার নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকা থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় সোহেল উদ্দীন (৩৫) নামে এক গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সাতকানিয়ায়।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত মিয়ানমার থেকে নদীপথে সরাসরি মাছ ধরার ট্রলারে করে ইয়াবা এনে খালাস করার সময় এগুলো জব্দ করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহরার পুরাতন কালুরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় ট্রলার থেকে ইয়াবা খালাস করে গাড়িতে উঠার সময় সোহেল উদ্দিন নামে একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে।

ডেস্ক নিউজ…

Leave A Reply

Your email address will not be published.