দেশে করোনায় ৩৮ জন মারা গেছে যা গত দুই মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি

0 175

দেশীয় সংবাদ: করোনায় দেশে মারা গেছে আরও ৩৮ জন। যা দুই মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। নতুন করে আক্রান্ত ২ হাজার ৬০ জন।

আবারও উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায়। রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩৮ জন। যা গেল দুই মাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬০ জন।

বাড়ছে সংক্রমণ, বাড়ছে প্রাণহানি। স্বাস্থ্যবিধি মানায় ঢিলেমি আর শীতের আগমণে বদলে যাওয়া পরিসংখ্যানে আতঙ্ক জনমনে। এমন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীনতা অনেকের মাঝে। নেই সামাজিক দূরত্বের বালাই আর মাস্কের ব্যবহার আটকে আছে ইচ্ছা-অনিচ্ছার মাপকাঠিতে।

সংক্রমণরোধে তাই ঘোষণা দিয়েই কঠোর অবস্থানে সরকার। শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে বিভিন্ন স্থানে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। জনসচেতনায় হ্যান্ডবিল, মাইকিংসহ নানান পদক্ষেপ গ্রহন করেছে সরকার। সচেতন মহল থেকে বার বার বলা হচ্ছে করোনা সংক্রমণরোধে বিকল্প নেই সচেতনতার, তাই সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান সরকারের।

শীতের ফলে করোনার প্রাদুর্ভাব অনেকটাই বেরেছে, যা শিশু ও বয়স্কদের জন্য বেশি ঝুকির কারন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে অসচেতনা, মাস্ক ব্যবহারে উদাসীনতা, নিয়মিত সাবান পানি দিয়ে হাত না ধোয়া এবং সামাজিক, শারিরীক দূরত্ব বজায় না রাখার ফলে করোনা সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।

ডেস্ক নিউজ…

Leave A Reply

Your email address will not be published.