জনদুর্ভোগ সৃস্টির দায়ে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা, ২৩হাজার টাকা জরিমানা- সিটি কর্পোরেশন
স্থানীয় সংবাদ: নগরীর চকবাজার থানাধীন কেবি ফজলুল কাদের রোড ও পাঁচলাইশ থানাধীন হাটহাজারী রোডের মির্জাপুল এলাকার ফুটপাত ও রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলে দুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে উক্ত মালামাল ও স্থাপনা অপসারণ করা হয়। এসময় ফুটপাত ও রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃস্টির দায়ে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পুর্বক ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এছাড়াও গতকাল বুধবার সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোডের মুনসুরাবাদ ও কোতোয়ালী থানাধীন স্টেশন রোড, নিউমার্কেট ও আমতলা এলাকায় অবৈধভাবে ফুটপাত ও রাস্তার জায়গা দখল করে বসা দোকানপাট ও দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ফুটপাত ও রাস্তার উপর দোকানের মালামাল এবং বর্ধিত অংশের কারণে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৩৬ হাজার টাকা জরিমান করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।