লিও ক্লাব ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করলেন প্রশাসক খোরশেদ আলম সুজন
খেলার সংবাদঃ মোঃ রুবেল- হিউমেনিটি এভব অল ইন্টার লিও ক্লাব ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২০ চট্টপ্রাম লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন ও লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটনের আয়োজনে চারটি টীমের অংশগ্রহণে দুইদিন ব্যাপী নগরীর পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম সুজন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ ছিদ্দিকি, পিএমজেএফ-২য় ভাইস জেলা গর্ভনর লায়ন জেলা ৩১৫বি-৪, বিশেষ অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫বি-৪ এর কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, লায়ন আশীষ ভট্টাচার্য এমজেফ, লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, লায়ন শেখর দত্ত, জোন চেয়ারম্যান, আলহাজ্ব হাকীম আলী লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন সভাপতি, লায়ন ডাঃ মেজবাহ উদ্দিন তুহিন, চেয়ারম্যান লিও ক্লাবস, লায়ন মোঃ ইব্রাহিম, লায়ন ফজলুর রহমান অপু, লিও নাঈম সরোয়ার জিতু, লায়ন মামুন, লায়ন আবু তাহের, লিও সানি, লিও ডালিম সাহা পাপ্পু, লিও অনুপ কুমারসহ অন্যান্য লিও বৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, আসলে খেলাধুলা মানুষের মনকে বিকেশিত করে, আমাদের শহরের সন্তানরা দূর্ভাগ্য কেননা এ শহরে প্রয়োজনীয় খেলার মাঠ নেই। দোকান আর বাণিজ্য সাংস্কৃতিক গোটা দেশকে গ্রাস করেছে আমাদের এ শহরকে ও গ্রাস করেছে, আমাদের ছেলে মেয়েরা কোথায় বসবে কোথায় খেলবে আমি আশাকরি আপনারা যারা আজকের খেলায় অংশগ্রহণ করেছেন আপনারাই আজকের তরুণ প্রজম্ম আগামীর দিনের বাংলাদেশ, খেলায় অংশ গ্র্রহণকারী দল সমূহ ১ লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন, ২ লিও ক্লাব অব চিটাগং সেন্ট্রাল, ৩ লিও ক্লাব অব চিটাগং অগ্রনী এবং ৪) লিও ক্লাব অব চিটাগং বন্ধন।