ঝাউতলা রেলওয়ে কলোনী থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

0 601

নিজস্ব সংবাদঃ মোঃ রুবেল- চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নিউ ঝাউতলা রেলওয়ে এলাকা থেকে নবম শ্রেনীর শিক্ষার্থী সানজিদা আক্তার মিশু (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।  শুক্রবার সকাল ১১টার সময় স্থানীয় লোকজনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সানজিদা আক্তার (১৪) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে নিউ ঝাউতলা রেলওয়ে কলোনীর ৪ নম্বর ভবনের ৪/২/এইচ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসায় ফাঁস লাগিয়ে সানজিদা আত্মহত্যা করে বলে জানায় তার পরিবার। নিহত সানজিদা আক্তার ঐ এলাকার নির্মাণ শ্রমিকদের ঠিকাদার মাহফুজের মেয়ে স্থানীয় বাড়ি চাঁদপুর সাহারস্তি গ্রামে। মিশু ওয়ারর্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনাস্থলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, সকালে এলাকাবাসীর দেয়া খবরের ভিক্তিতে পুলিশ গিয়েে এক মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীর পরিবার জানিয়েছে, রাতে মোবাইলে ইউটিউব দেখা নিয়ে ছোট বোন মুন্নির সঙ্গে ঝগড়া হয়। এ কারণে বাবা তাকে বকা দেয়। পরে রাতে রুমে ঢুকে আত্মহত্যা করে।

Leave A Reply

Your email address will not be published.