নাইটক্লাবে আটক হওয়া নিয়ে যা বললেন হৃত্বিকের সাবেক স্ত্রী

0 255

বিনোদন সংবাদঃ মাঝরাতে মুম্বাইয়ের পানশালা থেকে আটক করা হন বলিউড অভিনেতা হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান খান, সুরেশ রায়না, গুরু রনধাওয়া-সহ একঝাঁক তারকা। এমন খবর নিয়ে আলোচনা এখন ভারতের পাড়ায় পাড়ায়। শোনা যায়, সুরেশ রায়না, গুরু রনধাওয়াদের আটক করার পর জামিনে মুক্তি দেয়া হয়। ওই খবর প্রকাশ্যে আসতে তোলপাড় শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান।

গত সোমবার রাতের ওই ঘটনার পর সুজান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য প্রকাশ করেন। যেখানে তিনি জানান, গত রাতে এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তারা বেশ কয়েকজন বন্ধু একত্রিত হন সাহারের জে ডব্লিউ ম্যারিয়টের ড্রাগন ফ্লাই ক্লাবে। রাত আড়াইটার দিকে হোটেল কর্তৃপক্ষের কিছু আলোচনার জন্য সেখানে হাজির অতিথিদের আরও ৩ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। সে কারণে ভোর ৬টা পর্যন্ত তারা ওই পানশালায় থাকেন। কিন্তু তাদের নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা সত্যি নয়।

পানশালায় তাদের আটক করা হয়েছে, পরে ছাড়া হয়েছে বলে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হচ্ছে, তা পুরোপুরি ভুল এবং মিথ্যা বলে দাবি করেন সুজান খান। উল্লেখ্য, মুম্বাইয়ের ড্রাগন ফ্লাই ক্লাব থেকে সুরেশ রায়না, সুজান খান-সহ ৩৪ জন হাই প্রোফাইল ব্যক্তিকে আটক করা হয় বলে খবরে জানা যায়। যা নিয়ে শুরু হয় শোরগোল। ওই খবর প্রকাশ্যে আসতেই এবার প্রকাশ্যে নিজের বক্তব্য আনলেন বলিউড অভিনেতা হৃত্বিকের সাবেক স্ত্রী।

ডেস্ক নিউজ…

Leave A Reply

Your email address will not be published.