‘বদি’ চরিত্রের অভিনেতা আবদুল কাদের আর বেঁচে নেই
বিনোদন সংবাদঃ রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অভিনেতা আব্দুল কাদেরের মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানীতে দাফন করা হবে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, অভিনেতা আব্দুল কাদেরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে মিরপুরের বাসায়। এরপর সাড়ে ৩টার দিকে নেয়া হবে শিল্পকলা একাডেমিতে। আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ব্যাক পেইন নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার হাসপাতালে পরীক্ষা করা হলে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। গত ২০ ডিসেম্বর দেশে ফেরেন কাদের। ওইদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে চিকিৎসা চলছে তার। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন আবদুল কাদের। এছাড়া তাকে নিয়মিত দেখা গেছে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে, অভিনয় করেছেন ছোট বড় পর্দায় নানা চরিত্রে। এই অভিনেতার মৃত্যুতে স্বাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া।
ডেস্ক নিউজ…