চট্টগ্রাম সংবাদঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর পদে এখানকার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরনকে বাদ দিয়ে মহানগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
মোহাম্মদ হোসেন হীরন এই ওয়ার্ড থেকে তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়কও তিনি। এবারের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়া কাউন্সিলরদের অনেকেই বিদ্রোহী হিসেবে নির্বাচন করলেও সে পথে হাঁটেননি হীরন। তবে নির্বাচনে না দাঁড়ালেও বেশ ভালোভাবেই নির্বাচনে মূখ্য ভূমিকা পালন করে যাচ্ছে এমনটাই মনে করছেন স্থানীয় ভোটার ও জনপ্রতিনিধিরা।
আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর বিপরীতে এখানে সতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান। বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল। তবে স্থানীয় সূত্রগুলো বলছে ১৩নং ওয়ার্ডে বিএনপিকে প্রতিপক্ষ মনে করছেন না আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওয়াসিম উদ্দীন চৌধুরী। কারণ বিএনপির সমর্থিত প্রার্থীরা রাজনৈতিক ভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে। মূলত ওয়াসিমের প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থী মাহমুদ। ১৩নং ওয়ার্ডে ওয়াসিম ও মাহমুদকে নিয়ে ভোটারদের চিন্তাধারায় উঠে আসছে নানা ধরনের কথা।
মাহমুদ সদ্য প্রাক্তন হওয়া কাউন্সিলর মোঃ হোসেন হিরনের অনুসারী এবং সাবেক ছাত্রলীগ নেতা। রাজনৈতিক পরিচয়ে মাহমুদের নেই তেমন কোনো পদবী। তবে প্রার্থিতায় সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরনের কোন সম্মতি ছিল না বলে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি । নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামী পরিবারের সদস্য হিসেবেই পরিচয় দিচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে নিজেকে বিদ্রোহী প্রার্থী নন দাবি করে বলেন, আমি তো আসলে বিদ্রোহী প্রার্থী না, আমি তো আসলে স্বতন্ত্র। যেহেতু দলে আমার কোন পোর্টফোলিও নাই।
স্থানীয় ভোটাররা মনে করছেন, ওয়াসিম ও মাহমুদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে মূলত হীরন ও ওয়াসিমের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের আশংকাও করছেন এখানকার ভোটাররা।
ওয়াসিম উদ্দিন চৌধুরী মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় ভোটারদের দারগোরায় পৌছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়াসিমের নির্বাচনী প্রচারনায় দেখা যাচ্ছে না হিরনসহ ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে থাকা অনেক নেতা কর্মীকে। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় দলীয় প্রার্থী হয়েও দলীয় কার্যক্রমে ওয়াসিম উদ্দিনের উপস্থিতি নেই।