আইসিইউতে জিনাত বরকতউল্লাহ

0 334


বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহর শারীরিক অবস্থা বেশ গুরুতর। বর্তমানে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছে।

এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন জিনাত বরকতউল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। ফেসবুক স্ট্যাটাসে বিজরী লিখেছেন, ‘আমার মা গুরুতর অবস্থায় আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন। সবাইকে আমার মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। মহান সৃষ্টিকর্তা আমার মায়ের প্রতি দয়া করুন, তাঁকে সুস্থ করে দিন।’


জিনাত বরকতউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ২২ ডিসেম্বর হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি করোনায় আক্রান্ত হন। এই নৃত্যশিল্পীর স্বামী টিভিব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ গত ৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

জিনাত বরকতউল্লাহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবে ২৭ বছর কর্মরত ছিলেন। নৃত্যশিল্পে অবদানের জন্য ২০১৮ সালে পেয়েছেন শিল্পকলা একাডেমি পদক। এর বাইরে আশি দশকে জিনাত বরকতউল্লাহ বাংলাদেশ টেলিভিশনের ‘মারিয়া আমার মারিয়া’ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন।

Leave A Reply

Your email address will not be published.