বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ১৫০০ টাকা থেকে কমিয়ে এখন ৩০০ টাকা

0 184


বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি দেড় হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। এই ফি বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, আগে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি দেড় হাজার টাকা ছিল। এখন তা কমিয়ে ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই ফি কার্যকর হবে।

এর আগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সভায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি কমানোর কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

Leave A Reply

Your email address will not be published.