বাজারের সার্বিক উন্নয়নে আরো বেশি কাজ করতে সম্পাদক পদে নির্বাচন করছেন- হাজী নাছির
দেশীয় সংবাদঃ ঝাউতলা রেলওয়ে বিপনী কেন্দ্র দোকান্দার (বহুমুখী) সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হবে আসছে ১৫ই মার্চ ২০২১ তারিখে। এই নির্বাচনে পুরনো নতুন মিলিয়ে নির্বাচন করছেন অনেকেই। বিগত কমিটিতে পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন অনেকে যার মধ্যে এইবার উপরোক্ত পদে নির্বাচন করছেন সাবেক পরিচালক হাজী নাছির উদ্দীন।
হাজী নাছির উদ্দীন এইবার সাধারন সম্পাদকের পদে মনোয়ন জমা দিয়েছেন এবং প্রতীক হিসেবে পেয়েছেন খেজুর গাছ। কেনো সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন দেশী টুয়েন্টিফোর-এর এমন প্রশ্নের জবাবে হাজী নাছির উদ্দীন বলেন, আমি বিগত বছরগুলোতে বাজারের সকল কার্যক্রমে নিজেকে সতঃস্ফূর্তভাবে নিয়োজিত করে এসেছি, আমি যে পদে ছিলাম সেই অবস্থান থেকে বাজারের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করেছি।নিজের অবস্থানকে আরো উপরে নিতে পারলে বাজারের সার্বিক উন্নয়নে আরো বেশি কিছু দিতে পারবো বলে মনে করছি, তাই সাধারণ সম্পাদক পদটিতে মনোয়ন নিয়েছি।