প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করলেন লায়ন গভর্নর- সুকান্ত ভট্টাচার্য

0 190

দেশীয় সংবাদঃ গত ১১ জানুয়ারি ২০২১ ইং CLF প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব রজনীগন্ধা ও লায়ন্স ক্লাব অব কর্ণফুলীর যৌথ উদ্যোগে এলাইন্স আরবান ডিপিওস চট্টগ্রাম ( AUDC) চট্টগ্রামের সহযোগিতায় অসহায় দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সুকান্ত ভট্টাচার্য এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দীকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিলসহ অন্যান্য লায়ন ও লিও বৃন্দ।

AUDC পক্ষে উপস্থিত ছিলেন সাফিয়া বেগম সভাপতি, জাহান আরা বেগম হেনা-সেক্রেটারী, আলী আহমেদ-সহ সভাপতি, আবুল কালাম আজাদ, শামসুন নাহার শানু , নাজমুন আরা খানম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি…

Leave A Reply

Your email address will not be published.