টেষ্টে সেরাটাই খেলতে চান টাইগাররা
ওয়ানডে সিরিজে টাইগাররা ফিরেছে নতুন ছন্দে । সিরিজে টাইগাররা ধারাবাহিক বিজয় নিয়ে ফিরলেও টেষ্টে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন চেহারা। প্রস্তুতি ম্যাচে ক্রেইগ ব্র্যাথওয়েটের দলের পারফরমেন্স দেখে এমনটাই জানালেন ক্রিকেট বোদ্ধারা।
চট্টগ্রাম সফরে এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া তিনদিনের ম্যাচে সাদমান ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন, তৌহিদ হৃদয় আর আকবর আলীদের গড়া বিসিবি একাদশকে প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট করেছে ক্যারিবীয়রা। অফ স্পিনার রাকিম কর্নওয়াল একাই পেয়েছেন ৫ উইকেট। ক্যারিববীয়রা প্রস্তুতি ম্যাচটা দরুণভাবে শুরু করেছে। যা দেখা গেল এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া তিনদিনের ম্যাচের প্রস্তুতিতে।
স্বাগতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের এই পারফরমেন্সকে কিভাবে দেখছেন নির্বাচকরা? আজ রোববার সে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘অভিজ্ঞতার দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে এগিয়ে।’ সুতরাং, আমাদের সেটা মাথায় রেখে মাঠে নামতে হবে।
নান্নু আরো বলেন, টেষ্ট ক্রিকেটটা কিন্তু ভেরি ডিফারেন্ট। এটা আমি অগ্রিম কিছু বলতে পারবে না। ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতার দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। ক্যারিববীয়রা যে দল নিয়ে এসেছে, ওদের পেসাররা কিন্তু ওয়েল এক্সপেরিয়েন্সড।’ সম্প্রতি তাদের পারফরমেন্স সেই কথাই বলে।
আমাদেরকে সেরা খেলাটাই খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম কেমন খেলবে সেটা ব্যপার না। আমরা ওয়ানডে সিরিজের মতো সামর্থ্যের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ওয়ানডে সিরিজে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা মাঠ ছাড়তে পেরেছি, ঠিক টেষ্টেও আমরা ক্যারিবীয়দের বিপক্ষে বিজয় নিয়ে ফিরবো, এমনটাই আশা টাইগারদের।