সিমান্তে বিজিবির টহল জোরদার

0 197

টেকনাফ, বান্দরবন ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ নিরাপত্তা জোরদার করেছে। মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণার পর পরই  সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে টেকনাফ ও বান্দরবনের উপজেলা  সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি।

এছাড়াও  আজ সকাল থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এ টহল জোরদার করা হয়েছে জনান বিজিবি কর্মকর্তারা। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আজ মিয়ানমারের সেনাবাহীনি ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ শীর্ষস্থানীয় নেতাদের আটক করে। এক বছরের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী।

(বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, মিয়ানমারের পরিস্থিতি উপর নজর রেখেই টেকনাফ, বান্দরবনসহ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার অব্যহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.