আগামী ৬ আগষ্ট ৪৩ তম বিসিএস প্রিলি. পরীক্ষা

0 155

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আনুষ্ঠিত হবে আগামী ৬ আগষ্ট। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আনুষ্ঠিত হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পরীক্ষার হল ও আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুরোধের প্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হয়।

গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরোধের প্রেক্ষিতে আবেদনের সময় দুই মাস বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে যারা অনার্স শেষ বর্ষের লিখিত পরীক্ষা দিয়েছেন, কিন্তু ব্যবহারিক কিংবা ল্যাব কোর্স শেষ বা শুরুই হয়নি তারাও অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর সব বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণ সংগ্রহ করতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

Leave A Reply

Your email address will not be published.