অমর একুশে বই মেলা শুরু হচ্ছে ১৮ মার্চ থেকে

0 213

ফেব্রুয়ারি এলেই দেশ জুড়ে শুরু হয় নতুন আমেজ। এই বই মেলা বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। মেলা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে উৎসব মুখর পরিবেশ। নতুন বইয়ের ঘ্রাণে প্রাণের মেলায় সারা মাস জুড়ে থাকে উপছে পড়া ভীড়।

তবে এবার করোনা পরিস্থিতির কারণে যথাসময়ে শুরু হচ্ছে না এবারের বইমেলা। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। রমজানের আগেই শেষ করা হবর বই মেলা।

১৯৮৪ সালে শুরু হওয়ার পর প্রতিবছর একুশের প্রথম প্রহর থেকে অমর একুশে বইমেলা শুরু হয়। ৩৬ বছরে এ আয়োজনের কোনো ব্যত্যয় ঘটেনি। কিন্তু এবার করোনা মহামারির কারণে ভাষার মাসে হচ্ছে না বইমেলা।

সব আয়োজন উৎসবকে ছাপিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের অংশগ্রহণে বই মেলা হয়ে উঠেছে বাঙালির প্রাণের মেলা। অমর একুশে গ্রন্থমেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী আয়োজনগুলোর একটি। শুরুতে বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হলেও ২০১৪ সাল থেকে একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সম্প্রসারণ করা হয়।

গত ২৮ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, অন্যান্যবারের মতো এবারও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর মেলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এই দুইভাগে বসবে। তবে গত বছরের তুলনায় এবার মেলায় স্টলের সংখ্যা কম হবে।

তিনি জানান, প্রকাশকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে মেলা শেষের তারিখ নির্ধারণ হয়েছে। প্রকাশকদের প্রস্তাব অনুযায়ী স্টল বরাদ্দের টাকাও কিছুটা কমানো হতে পারে বলে জানা গেছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতে বই মেলা যাতে সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে শেষ করা যায় সে ব্যাপারে আলাদা নজরদারি থাকবে।

Leave A Reply

Your email address will not be published.