মিয়ানমারে জল কামানে সামরিক সরকার

0 158

বিবিসি বার্মিজ জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর জল কামান ব্যবহার করেছে মিয়ানমার পুলিশ। সোমবার সকালে ধর্মঘটে অংশ নিতে ১০ হাজারেরও বেশি মানুষ জড়ো হয় রাজধানী নেপিদোতে।

মিয়ানমারে সামরিক আভ্যুত্থানের বিরুদ্ধে অংশ নিয়েছেন শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশটির সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনের কেন্দ্রস্থল সুলে প্যাগোডা থেকে প্রায় হাজার খানেক শিক্ষক পদযাত্রা করেছেন এই বিক্ষোভে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়েছে মিয়ানমার পুলিশ। এতে কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় জল কামানের পানিতে ভিজে গিয়ে বিক্ষোভকারীরা এলোমেলো ছোটাছুটি করছেন। তবে, বিক্ষোভে আর তেমন সহিংসতার খবর পাওয়া যায়নি।

কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার হাজার হাজার জনতা ইয়াঙ্গুনের রাস্তায় জড়ো হয়েছেন। ‘স্বৈরাচারকে না বলো’ ও ‘আমরা গণতন্ত্র চাই’ লেখা খচিত ব্যানার হাতে তারা প্রতিবাদ করছেন।বিক্ষোভকারীরা নানানধরণের প্ল্যাকার্ড নিয়ে দলে দলে যোগ দেন।

এক প্রতিবেদনে জানা যায়, ২০০৭ সালে ভিক্ষুদের বিক্ষোভের পর এটিই মিয়ানমারের সবচেয়ে বড় গণবিক্ষোভ। সে বছর ভিক্ষুদের কঠোরভাবে দমন করেছিল দেশটির তৎকালীন সামরিক বাহিনী।

গত সপ্তাহের সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। গত নভেম্বরের নির্বাচনে বিজয়ী দল এনএলডির নেতা অং সান সু চিসহ প্রেসিডেন্ট ও সরকারের মন্ত্রীদের আটক করে রেখেছে সামরিক সরকার। এই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এক বছরের জন্য ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী।

Leave A Reply

Your email address will not be published.