চট্টগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

0 200

চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সকল ইটভাটা ভেঙে ফেলতে অভিযান শুরু করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সাতকানিয়া উপজেলায় এই অভিযান চলছে। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে অভিযান পরিচালনা করেন অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান দেশী নিউজকে বলেন, আজ পুরো দিনে আরও অন্তত পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে। আমরা এই মুহূর্তে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে থ্রি স্টার নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০২০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট করা হয়। সেই রিটের শুনানি নিয়ে সাতদিনের মধ্যে চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সকল ইটভাটা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশসহ রুল জারি করেন হাইকোর্ট।

অবৈধ ইটভাটা বন্ধের এ পদক্ষেপ ঠেকাতে গত ৪ ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হন চট্টগ্রামের ২৩ ইটভাটার ১৮ মালিক। তবে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের সেই আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। অবৈধ ইটভাটাগুলো পরিবেশ ও জনপদের মারাত্বক ক্ষতি সাধন করছে বলে এই অভিযান চলমান থাকবে।

 

গত ৩১ জানুয়ারি বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলমান অবৈধ ইটভাটাগুলো বন্ধে আবারও নির্দেশ দেন। একই সঙ্গে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

উচ্চ আদালতের নির্দেশ পেয়ে আজ থেকে চট্টগ্রামে সব অবৈধ ইটভাটা বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছেন পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা অনুসারে চট্টগ্রাম প্রশাসন কার্যক্রম শুরু করে লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলাসহ বেশ কিছু স্থানে। পর্যায়ক্রমে এই অভিযান চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সকল ইটভাটায় চালানো হবেও জানান।

Leave A Reply

Your email address will not be published.