রোনালদোকে ছাড়িয়ে দশক সেরা মেসি
লিওনেল মেসি ফুটবল জগতের যাদুকরী এক নাম। একে একে নিজের দখলে নেন বিশ্বসেরা সব রেকর্ড। এবার তারই ধারাহিকতায় দশক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসি।
গত রোববার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এই ঘোষণা দেয়। দশক সেরা হতে ক্রিশ্চিয়ানো রোনালদো-নেইমারদের পেছনে ফেলেছেন লিও মেসি। বিশ্বের ১৫০টি দেশে থাকা আইএফএফএইচএ’র সদস্যরা ভোটের মাধ্যমে মেসিকে সেরা নির্বাচিত করেছেন।
বিশ্ব সেরাসহ লাটিন আমেরিকা অঞ্চলেও সেরা হয়েছেন ৩৩ বছর বয়সী মেসি। ইউরোপ তথা উয়েফা অঞ্চল থেকে দশক সেরা নির্বাচিত হয়েছেন পর্তুগাল ও জুভেন্টাসের মহাতারকা রোনালদো।
আর্জেন্টাইন ফরোয়ার্ড লিও মেসি গেল দশ বছরে ছয়টি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে, দুটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি ব্যালন ডি’ অর। চলতি মৌসুমে কাতালানদের জার্সিতে ২৬ ম্যাচে ১৭টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি।
আইএফএফএইচএ’র দশক সেরা তালিকায় আছেন যারা-
১. লিওনেল মেসি ২. ক্রিশ্চিয়ানো রোনালদো ৩. আন্দ্রে ইনিয়েস্তা ৪. নেইমার ৫. সার্জিও রামোস ৬. ম্যানুয়েল ন্যুয়ার ৭. রর্বাত লেওনাডোস্কি ৮. জিয়ানলুইজি বুফন ৯. ইব্রাহিমোভিচ ১০. লুকা মদ্রিচ।