আবারো আসছে শৈত্যপ্রবাহ
শীতের মৌসুম প্রায় শেষের দিকে। এরই মধ্যে দেশে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়লেও আজ দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের শেষের দিকে আগামী চারদিন টানা তাপমাত্রা বাড়তে পারে।
শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম – এই তিন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বাড়তে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের তিনদিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়াও শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তরাঞ্চলের দিকে।
সকাল এগারোটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রূপ নিতে পারে হালকা ধরণের বৃষ্টির মতো।