ছাদ বাগানে আগ্রহীদের করণীয়

0 282

বাংলাদেশে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান। শহরে বাসার মালিকরা অধিকাংশরাই বাসার ছাদে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের বাগান গড়ে তুলছে। আমরা এখানে ছাদ বাগানের প্রয়োজনীয় টিপস ও ছাদ বাগানের উপযোগী গাছের নাম তুলে ধরলাম।

ছাদ বাগান করতে প্রয়োজনীয় উপায় উপকরণ- হাফ ড্রাম এর তলদেশে অতিরিক্ত পানি নিস্কাশনের জন্য ১ ইঞ্চি ব্যাসের ৫ / ৬ টি ছিদ্র রাখতে হবে। ছিদ্র গুলোর উপর মাটির টবের ভাঙ্গা টুকরো বসিয়ে দিতে হবে।ড্রামের তলদেশে ১ ইঞ্চি পরিমাণ ইটের খোয়া বিছিয়ে তার উপর বালি দিয়ে ঢেকে দিতে হবে।

সমপরিমাণ দোঁআশ মাটি ও পঁচা গোবরের মিশ্রণ দিয়ে ড্রামটির দুই তৃতীয়াংশ ভরার পর হাফ ড্রাম অনুযায়ী ড্রাম প্রতি মিশ্র সার আনুমানিক ৫০-১০০ গ্রাম প্রয়োগ করে মাটির সাথে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে এবং সম্পুর্ণ ড্রামটি মাটি দিযে ভর্তি করে নিতে হবে। ১৫ দিন পর ড্রামের ঠিক মাঝে মাটির বল পরিমাণ গর্ত করে কাংখিত গাছটি রোপন করতে হবে। এ সময় চারা গাছটির অতিরিক্ত শিকড়/ মরা শিকড় সমূহ কেটে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে মাটির বলটি যেন  ভেঙ্গে না যায়।

রোপিত গাছটিতে খুটি দিয়ে বেধে দিতে হবে। রোপনের পর  গাছের গোড়া ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। সময়ে সময়ে প্রয়োজন মত গাছে পানি সেচ ও উপরি সার প্রয়োগ, বালাই দমন ব্যবস্থা নিতে হবে। রোপনের সময় হাফ ড্রাম প্রতি ২/৩ টি সিলভা মিক্সড ট্যাবলেট সার গাছের গোড়া হতে ৬ ইঞ্চি দুর দিয়ে মাটির ৪ ইঞ্চি গভীরে প্রয়োগ করতে হবে। গাছের বাড়-বাড়তি অনুযায়ী ২ বারে টব প্রতি ৫০/১০০ গ্রাম মিশ্র সার প্রয়োগ করে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে। গাছের রোগাক্রান্ত ও মরা ডালগুলো ছাটাই করতে হবে এবং কর্তিত স্থানে বোর্দ পেষ্ট লাগাতে হবে।

যারা ছাদে বাগান করতে আগ্রহী আপনারা এই গাছগুলো লাগাতে পারেন । ছাদে চাষ উপযোগী গাছগুলোর মধ্যে হলো- আম- বারি আম-৩ (আম্রপালি), বাউ আম। পেয়ারা- বারি পেয়ারা-২, ইপসা পেয়ারা-১।  কুল- বাউ কুল-১, ইপসা কুল-১ (আপেল কুল) , থাই কুল-২। লেবু- বারি লেবু -২ ও ৩, বাউ কাগজি লেবু। আমড়া- বারি আমড়া-১, বাউ আমড়া। করমচা- থাই করমচা। ডালিম- (দেশী উন্নত)। কমলা ও মাল্টা – বারি কমলা। বারি মাল্টা । জামরুল- বাউ জামরুল-১ (নাসপাতি জামরুল), বাউ জামরুল-২ (আপেল জামরুল)। সবজি- লাল শাক, পালং শাক, মুলা শাক, ডাটা শাক, কলমী শাক, পুইঁশাক, লেটুস, বেগুন, টমেটো, মরিচ ইত্যাদি।

Leave A Reply

Your email address will not be published.